রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সেলিব্রেটি ক্রিকেট লীগে নায়ক নায়িকাদের মারামারি

নিজস্ব প্রতিবেদক

দেশের শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রেটি ক্রিকেট লীগে (সিসিএল) মারামারির ঘটনা ঘটেছে। এতে চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রাজ রিপাসহ ছয় খেলোয়াড় আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জয়, রিপা ছাড়া আহত অন্যরা হলেন- শিশির সরদার, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তারা সবাই চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার রাত ১০টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের ক্রিজে নেমেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দেরকে প্রথমে উসকানি দিতে থাকে রাজের দল। খেলা শেষে তাদের দলের লোকজন এসে দীপনের দলের এক প্লেয়ারকে মাঠ থেকে তুলে নিয়ে মারধর করতে থাকেন। এরপর দীপনের দলের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়েন এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। একপর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা। বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামে গতকাল শনিবার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর