সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ঘুড়ি উৎসব

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ঘুড়ি উৎসব

কক্সবাজারে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটনের ভূমিকা শীর্ষক সেমিনারসহ নানা অনুষ্ঠান। পুরো মেলার পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের পক্ষ থেকে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। একই দিন সন্ধ্যায় জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ) নাসিম আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমার সঞ্চালনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, জাসদ নেতা নঈমুল হক চৌধুরী টুটুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুফিজুর রহমান। 

শেষ পর্বে অরুণোদয় স্কুলের শিশুদের অনুষ্ঠান, রাখাইন নাচ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফিক তুহিন, তাপস, প্রিয়াঙ্কা, কুদ্দুস বয়াতিসহ জাতীয় শিল্পীরা। শেষে ছিল ডিজে শো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর