সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সপ্তাহের শুরুতে বড় দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শুরুতেই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল বিমা, খাদ্য, বস্ত্র, ওষুধ ও প্রকৌশল খাতের শেয়ারের দাম কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট।

লেনদেন শেষে ডিএসইতে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম কমার বিপরীতে বেড়েছে তিন গুণ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  এদিন ৩০২টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে ৫৩১ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালি পেপারের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। সিএসইর প্রধান সূচক ২৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৩ পয়েন্টে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৪৫৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৭২ টাকার শেয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর