সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফের কর্মবিরতিতে জ্বালানি তেল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় খুলনায় আবারও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন জ¦ালানি তেল ব্যবসায়ীরা। এর ফলে গতকাল সকাল ৮টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ¦ালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সেপ্টেম্বরের শুরুতে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা। এর মধ্যে ডিজেলে দুই ভাগ, পেট্রলের তিন ভাগ ও অকটেনের চার ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে সাত ভাগ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ঘোষণা করা ও পুরাতন ট্যাংক লরি অবসরের সময় বাড়ানোর দাবি জানানো হয় তবে ৩ সেপ্টেম্বর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে কমিশন বৃদ্ধি করে তাদের চিঠি দেওয়া হয়। কিন্তু বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি ডিপোগুলোতে না আসায় তারা বর্ধিত কমিশন দিতে আপত্তি জানায়। ফলে বিপিসি থেকে কমিশন কার্যকরের চিঠি না পাওয়া পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর