শিরোনাম
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষা কারিকুলামের সুফল পেতে অপেক্ষা করতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা কারিকুলামের সুফল পেতে অপেক্ষা করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য শিক্ষায় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার পরিবর্তনের এসব সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উত্তরা ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

 উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবাল, ট্রাস্টের বিভিন্ন সদস্যসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখানে মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হচ্ছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের সবার অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা সরাসরি শিখে তা কাজে লাগাতে পারবে, এমন ব্যবস্থা রাখা হয়েছে নতুন শিক্ষাক্রমে। নতুন শিক্ষাক্রম আমাদের প্রচলিত শিক্ষা কাঠামোয় আমূল পরিবর্তন আনবে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ব্যবসার দিক দেখলেই হবে না। পড়াশোনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগে কাজ করে। এ ছাড়াও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকে বিশ্ববিদ্যালয়ের; সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর