বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে পুলিশের আপত্তি

সিলেটে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ময়নাতদন্ত ছাড়া দুর্ঘটনায় নিহত যাত্রীর লাশ দিতে পুলিশের আপত্তির প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে অবরোধ করেন তারা। এ সময় রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। জানা গেছে, ২৫ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে স্থানীয় বাঘা এলাকার এক ব্যক্তিকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস চালক। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, নিহতের পরিবারের সঙ্গে শ্রমিকদের পক্ষ থেকে সমঝোতা করা হয়। পরিবার মামলা না করার ব্যাপারে শ্রমিকদের আশ্বস্থ করে। পরিবারের সদস্যরা নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেন। কিন্তু গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর করা আবেদনে স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করেন। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বেলা ২টার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। বৈঠকে ময়নাতদন্ত ছাড়া লাশ প্রদানের ব্যাপারে পুলিশ ইতিবাচক মনোভাব পোষণ করায় বিকাল ৩টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, যে দাবি নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে বিষয়টি সেরকম নয়। আমি লাশ দেওয়ার জন্য কোতোয়ালি থানায় মেল করেছি। আর লাশের পরিবারের কেউ যদি আমার কাছে না আসে তাহলে স্বাক্ষর কীভাবে দেব। বিষয়টি সমাধান হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর