বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কিশোর-কিশোরীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন ১৪ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীরা। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এমন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা জারি করে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে। অ্যাকাউন্ট খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবককে বাংলাদেশের নাগরিক হতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে। যেটা সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। লেনদেনের তথ্য অভিভাবককে জানাতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী নবীনদের এমএফএস হিসেবে শুধু অভিভাবকের লিংকড এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে অর্থ জমা করা যাবে।

তবে হিসাবগুলোয় এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোনো এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে অ্যাড মানি করা যাবে না। ক্যাশ-ইন বা অ্যাড মানি, ক্যাশ-আউট, পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন ফি, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন কিশোর-কিশোরীরা। দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে (সর্বোচ্চ ৩০ হাজার টাকা)। ক্যাশ আউট করা যাবে দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে (সর্বোচ্চ ২৫ হাজার টাকা)। ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫টা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেন করা যাবে (সর্বোচ্চ ১৫ হাজার টাকা)।  পরিষেবা ও এডুকেশন ফি দেওয়া যাবে দৈনিক সর্বোচ্চ ৩টা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে  ১০ বার লেনদেন করা যাবে (সর্বোচ্চ ২০ হাজার টাকা)। এ ছাড়া এসব হিসাবে স্থিতি হবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। ১৪ থেকে ১৮ বছর বয়সী নবীনদের হিসাব নিয়মিত মনিটরিংসহ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর