বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মন্ত্রিপরিষদ সচিব পদে মাহবুব হোসেনই থাকছেন

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মো. মাহবুব হোসেনই থাকছেন। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে ১৩ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের। নিয়মানুযায়ী তাকে অবসর দিয়ে গতকাল প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।

মাহবুব হোসেন গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন। তার আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (অষ্টম) ব্যাচের সদস্য মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর