বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ কমেছে ইলিশ আহরণ

জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাব মনে করছেন বিশেষজ্ঞরা

ইমরান এমি, চট্টগ্রাম

হঠাৎ কমেছে ইলিশ আহরণ

চট্টগ্রামে হঠাৎ কমে গেছে ইলিশ আহরণ। গত বছরে তুলনায় এ বছর ইলিশের আহরণ কমেছে। এর আগে গত আট বছরে চট্টগ্রামে ইলিশের আহরণ বেড়েছিল প্রায় ২৬ শতাংশ। মূলত জলবায়ুর পরিবর্তন, নদীর নাব্য হ্রাস ও দূষণের কারণে মাছের সংখ্যা কমছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সংশ্লিষ্টরা বলছেন, নদী দূষণ দিন দিন বেড়েই চলেছে। যার কারণে নদীর নাব্যও হ্রাস পাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে কমছে মাছের সংখ্যা। গত বছরের তুলনায় এ বছর কমেছে ইলিশের আহরণ। চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, ইলিশের আহরণ কয়েক বছর বাড়লেও এ বছর কমেছে। এর মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। নদীর পানি দূষণ ও নাব্য সংকটের কারণে কমেছে। তবে এ বছর ইলিশের মৌসুম এখনো শেষ হয়নি, শেষ হলে বলা যাবে কত কমেছে। চট্টগ্রামের হালিশহর বারুনিঘাটের জেলে সর্দার খেলন জলদাস বলেন, এ বছর ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে জেলেরা দুশ্চিন্তায় আছে।সামুদ্রিক মৎস্য অধিদফতরের তথ্যনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে ৩ লাখ ২০ হাজার ৯২৮ টন মাছ আহরণ করেছে জেলেরা। এর আগে ২০২১-২২ অর্থ বছরে আহরণ হয়েছিল ৩ লাখ ২৯ হাজার ৮৭০ টন।

যা এবারের তুলনায় ৯ হাজার টনেরও বেশি। এ ছাড়া ২০১৫-১৬ অর্থ বছরে ইলিশ আহরণ হয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৫ টন। ২০১৬-১৭ অর্থ বছরে ২ লাখ ৭৮ হাজার ৯৪৮ টন। ২০১৭-১৮ অর্থ বছরে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টন। ২০১৮-১৯ অর্থ বছরে ৩ লাখ ১ হাজার ৪৭ টন। ২০১৯-২০ অর্থ বছরে ৩ লাখ ৪ হাজার ৫৬৬ টন। ২০২০-২১ অর্থ বছরে ৩ লাখ ২০ হাজার ৩৫৫ টন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর