বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সরকারের সহায়তা চায় বিজিএমইএ

পোশাক খাতে চ্যালেঞ্জ মোকাবিলা

নিজস্ব প্রতিবেদক

পোশাক খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নীতিসহায়তা দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে বৈশ্বিক বাজারে পোশাকশিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে এ সহায়তার আওতায় পোশাকশিল্পের জন্য ব্যাংকিং খাত থেকে সহজতর সেবা দেওয়ার অনুরোধ জানানো হয়। বিজিএমইএ গতকাল জানায়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে অনুষ্ঠিত বিজিএমইএ প্রতিনিধি দলের এক বৈঠকে সরকারের নীতিসহায়তা চাওয়া হয়। মঙ্গলবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি ও সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র এবং ইইউ সদস্য দেশগুলোয় ব্যাপক মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান রপ্তানি বাজারগুলোয় পোশাকের চাহিদা কমেছে। ভোক্তারা পোশাকের চেয়ে খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে। এজন্য তিনি বাংলাদেশের পোশাকশিল্পের মধ্যে রিসাইক্লিং ও সার্কুলারিটির প্রসারের জন্য সরকারি নীতিসহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পোশাকশিল্পের জন্য ব্যাংকিং খাত থেকে সহজতর সেবা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিজেএমইএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। পোশাক খাতে রপ্তানি কমে যাওয়া দেশের বৈদেশিক রিজার্ভের ওপর সরাসরি প্রভাব রাখছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান শিল্পের এ সংকটময় ও চ্যালেঞ্জময় পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক বাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে সরকারের নীতিসহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর