বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১ লাখ ১০ হাজার টন সারসহ ১২ ক্রয়প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

মরক্কো থেকে ১ লাখ ১০ হাজার টন সার, আন্ধারমানিক নদীতে সেতু নির্মাণ, টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে স্বল্পমূল্যে বিক্রির জন্য অভ্যন্তরীণ দরপত্রের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনাসহ ১২ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২ কোটি টাকা। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোয় অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম, দাখিল অষ্টম এবং কারিগরি অষ্টম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সব শিক্ষার্থীর কাছে তাদের কাক্সিক্ষত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি (দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) অষ্টম, দাখিল অষ্টম এবং কারিগরি (ট্রেড বই) অষ্টম শ্রেণির ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি পাঠ্যপুস্তক মুদ্রণ, সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্রে ১ হাজার ৪৭টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৯৭২টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৮৪টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ২৮টি লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এ বই সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে ১৯৮ কোটি টাকা। সভায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এ সয়াবিন তেল সরবরাহ করবে।

 ২ লিটার পেটজাত বোতলে প্রতি লিটার ১৫৮.৫৫ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনায় ব্যয় হবে ৭৯ কোটি টাকা।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ডিএপি সার ৫৬৮.৫০ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ২৫১ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর