শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । রংপুর

মনোনয়ন পাচ্ছেন না ১২ এমপি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মনোনয়ন পাচ্ছেন না ১২ এমপি

রংপুর বিভাগের ৮ জেলায় ৩৩টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে একাদশ নির্বাচনে রংপুর বিভাগের ৭টি আসন জাতীয় পার্টির দখলে চলে যায়। বাকি আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। জনগণ থেকে বিচ্ছিন্নসহ নানা কারণে কমপক্ষে ১০ থেকে ১২ জন আওয়ামী লীগের এমপি মনোনয়ন নিয়ে চিন্তিত রয়েছেন। মহাজোটের অন্যতম শরিকদল জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হবে এ বিষয়টি এখনো নিশ্চিত না হওয়ায় মনোনয়নপ্রত্যাশীদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। এসব তথ্য পাওয়া গেছে এমপিদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে। দলের একটি সূত্রে জানা গেছে, রংপুর জেলায় ৬টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের দখলে রয়েছে ৪টি এবং জাতীয় পার্টির কাছে রয়েছে ২টি। এর মধ্যে রংপুর সদর-৩ আসনের এমপি প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ পুত্র সাদ এরশাদ ও রংপুর-১ গঙ্গাচড়া আসনে এমপি জাপা থেকে বহিষ্কৃত বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা রয়েছেন। এছাড়া রংপুর-৬ পীরগঞ্জ আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে এইচএন আশিকুর রহমান এবং বদরগঞ্জ-তারাগঞ্জ-২ আসনে আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক রয়েছেন। এই ৪টি আসনের মধ্যে কমপক্ষে দুটি আসনে নতুন প্রার্থী দেখা যেতে পারে বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন। এছাড়া রংপুরের কয়টি আসন আওয়ামী লীগের থাকবে নাকি জোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়। একাদশ নির্বাচনে রংপুর বিভাগে ৭টি আসনে জয় পেয়েছিল লাঙল। সেই সমীকরণ ধরে জাতীয় পার্টি এগোলেও আওয়ামী লীগের এমপি এবং নেতাকর্মীরা সেই সমীকরণ মানতে নারাজ। আওয়ামী লীগের নেতারা এবার ওইসব আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পঞ্চগড় জেলায় ২টি, ঠাকুরগাঁও-৩, দিনাজপুরে ৬টি, নীলফামারীতে ৪টি, লালমনিরহাটে ৩টি, কুড়িগ্রামে ৪টি এবং গাইবান্ধায় ৫টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনের বেশ কয়েকটিতে রদবদল হবে এমনটা নিশ্চিত মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ নির্বাচনে রংপুরে অর্ধেকের বেশি এমপি মনোনয়ন নিয়ে চিন্তিত রয়েছেন। গুঞ্জন উঠেছে আসন্ন নির্বাচনে মনোনয়নবঞ্চিত হতে পারেন যারা তাদের নামও দলীয় নেতাকর্মীদের মুখে আলোচনা হতে দেখা গেছে। তবে যারা মনোনয়ন না পাওয়ার শঙ্কা করছেন তারা মনে করছেন প্রার্থী চূড়ান্ত করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগাম যেসব খবর ছড়াচ্ছে তা ভিত্তিহীন। তবে রংপুরে ৩৩টি আসনের মধ্যে আওয়ামী লীগের দখলে থাকা আসনগুলোর মধ্যে কমপক্ষে ১০/১২ জন নতুন মুখ আসতে পারে এমনটা আলোচনা করতে শোনা গেছে নেতাকর্মীদের মাঝে। দলীয় নেতা-কর্মীদের বক্তব্য ইতোমধ্যে দলের সভাপতি শেখ হাসিনার কাছে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং বিভিন্ন অভিযোগ রয়েছে এমন এমপিদের একটি তালিকা রয়েছে। ওই তালিকায় যারা রয়েছেন তারা এবার মনোনয়ন পাবেন না। এদিকে তৃণমূল নেতারা এবার জাতীয় পার্টিকে এই বিভাগের ৭টি আসন ছাড়তে নারাজ। জাতীয় পার্টির দখলে থাকা আসনগুলোতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দীর্ঘ দিন থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নিজেকে মনোনয়নপ্রত্যাশী বলে প্রচারণা চালাচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর