শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মামলার হাজিরা দিতে এসে করতেন মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুরির একাধিক মামলার আসামি তিনি। মামলার বিষয়ে আদালত এলাকায় আসেন। আইনজীবীর সঙ্গে কথা বলেন। নিয়মিত চুরির মামলায় হাজিরা দিতে আসতেন আদালতে। যাওয়ার সময় মাস্টার চাবি দিয়ে লক খুলে চুরি করে নিয়ে যান মোটারসাইকেল। চট্টগ্রামের পটিয়া থানার কোলাগাঁও সিরাজশাহ মাজার বাড়ির আবদুল আলীমের ছেলে মো. রিপন এভাবে চুরি করতেন মোটরসাইকেল। অবশেষে রিপনসহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. রিপন (৩২), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া ডিমাতলী এলাকার অভি (২৬) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী মনহাজীর পাড়া আনছারের বাপের বাড়ির সজিবুল ইসলাম (২১)। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী বলেন, গতকাল সকালে মেরিনার্স রোড এলাকা থেকে চোর চক্রের মূলহোতা মো. রিপনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

রিপন চোরই মোটরসাইকেলগুলো কুমিল্লার আবদুল কাদের জিলানী প্রকাশ অভি ও কক্সবাজারের মহেশখালী সজিবুল ইসলামের কাছে বিক্রি করে। অভি থেকে আটটি ও সজিব থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর