শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় জাবির সাত শিক্ষক-শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়জন শিক্ষক ও একজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। তারা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম শামীম কায়সার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আল-জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক এবং পাবলিক হেলথ অ্যান্ড ইমফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ. মামুন। বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়ায় আনন্দিত বলে জানিয়েছেন জাবির গবেষকরা। আগামীতেও গবেষণার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এদিকে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরা গবেষকদের অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। বিজ্ঞপ্তিতে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গত ৪ অক্টোবর এলসেভিয়ারের প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশ থেকে মোট ১৭৭ জন গবেষক স্থান লাভ করেছেন।

যার মধ্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, (আইসিডিডিআরবি) এর ১৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১০ জন করে শিক্ষক রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর