শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অর্ধডজন দাবিতে দেশব্যাপী বামজোটের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-লুটপাট ও পাচারের টাকা উদ্ধার, সিন্ডিকেট ভাঙা ও পাচারকারীদের বিচারের দাবিতে গতকাল দেশব্যাপী অবস্থান সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সমাবেশ চলে। জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদ) সাধারণ সম্পাদক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

অবস্থানে সংহতি জানিয়ে অংশ নেয় সমমনা বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। অর্থনীতির অবস্থা নাজুক। খেলাপি ঋণের বোঝা বাড়ছে। বিদেশে টাকা পাচার থেমে নেই। এ অবস্থা থেকে দেশবাসীকে বাঁচাতে আওয়ামী দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে। বক্তারা বলেন, দেশের এই নাজুক পরিস্থিতিতে সরকার ব্যস্ত ক্ষমতা রক্ষা নিয়ে। আবারও একতরফা প্রহসনের নির্বাচনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া নির্বাচন হবে প্রহসন। সমাবেশ থেকে আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর