শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আরও ছয় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো- রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। গতকাল শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে সুপারিশ করেছে ইউজিসি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে দেশে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে সম্প্রতি তিনটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ তিনটি হলে দেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১২টি। এগুলোর অধিকাংশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে অধিকাংশ জেলায় তা করাও হয়েছে। এখন ছয় জেলায় আরও ছয়টি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে। জানা গেছে, ইউজিসির কাছে ৯টি জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব যায়। সেগুলো যাচাই করে তারা ছয় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। বাকি তিন জেলা ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ এখনো করেনি ইউজিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর