শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দেশের রপ্তানি পরিস্থিতি যথেষ্ট ভালো : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দেশের রপ্তানি পরিস্থিতি যথেষ্ট ভালো : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রপ্তানি আয়ও বেড়েছে। দেশের রপ্তানি পরিস্থিতি এখন যথেষ্ট ভালো। শুধু গত মাসেই রেমিট্যান্স একটু কম এসেছে। গতকাল বিকালে রংপুর নগরীর সাগরপাড়ার নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকারের বেঁধে দেওয়া তিনটি পণ্যের দাম কার্যকর না হওয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বেঁধে দেওয়া তিনটি পণ্যের দাম কার্যকর করতে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। ওই তিন পণ্যের দাম এখনো বাজারে কার্যকর করা সম্ভব হয়নি। তবে নতুন করে সেসব পণ্যের দাম আর বাড়েনি। তিনি আরও বলেন, পাটকে এন্টি ডাম্পিং করা হয়েছে। পাটের যে দাম হওয়া উচিত ভারত তার চেয়ে কম দামে পাট রপ্তানি করে আমাদের বাজার নষ্ট করেছে। আমরা সেই বাজার ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এরপর বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা পীরগাছা-কাউনিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর