শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

‘শুদ্ধ ডাটাবেজ সরকারের যে কোনো পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, দেশের আত্মনির্ভরশীল, বয়স্ক, কর্মঠ জনগোষ্ঠীর শুদ্ধ ডাটাবেজ সরকারের যে কোনো পরিকল্পনা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা অত্যাবশ্যক। এ লক্ষ্যে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে যাতে শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন প্রদান করা যায় সে বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘নাগরিক অধিকার নিশ্চিত করি’ শীর্ষক প্রতিপাদ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহীনা সুলতানা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, গালিব চৌধুরী ও মাসুদ রানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, মানবাধিকার সংগঠন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, এনজিও বিষয়ক প্রতিনিধি মো. আলী শিকদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর