শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ছাদবাগানিদের মধ্যে ফলদ গাছের চারা ও সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আড়াই শ ছাদবাগানিদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা এবং শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে নগরীর সরকারি বরিশাল কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে গাছের চারা ও সবজির বীজ তুলে দেন ছাদবাগানিদের সংগঠন সবুজ কৃষি বরিশালের নেতারা। অনুষ্ঠানে আগত আড়াই শ ছাদবাগানির মধ্যে পেয়ারা, বারি-১ মাল্টা ও আতাফল গাছের চারা এবং শীতকালীন সবজি সিম, পালংশাক, ধনিয়া পাতা, ঢেঁড়স, মুলাশাক, লালশাক, লাউ ও বরবটির বীজ বিনামূল্যে প্রদান করা হয়। এর আগে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা বরকত হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলী হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন- সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক লতিফা আক্তার ঝরনা, শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডা. নাফিসা জাহান স্বপ্না, শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ও রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ন ম মাইনুল ইসলাম হাসিব এবং গাইনি বিশেষজ্ঞ ডা. হাসিনা বিদ্যুৎ। সভায় নগরীকে সবুজায়ন করতে ছাদবাগানিদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর