রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

বাড়ছে জলবায়ু-উদ্বাস্তু কমছে কৃষিজমি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ সপ্তম। এর প্রভাবে আমাদের পরিবেশগত অবনতি ঘটছে, অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ তৈরি হচ্ছে। বছর বছর বাড়ছে জলবায়ু উদ্বাস্তু, ভূমির লবণাক্ততা, কমছে কৃষি জমি। গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আরডিআরএস বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি উদ্ভাবন ও রিজিলিয়েন্স’ শীর্ষক সেমিনারে মূল প্রতিবেদনে এ অভিমত ব্যক্ত করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রফেসর ও জলবায়ু বিষয়ক ডেপুটি প্রজেক্ট লিডার ড. মৃণ¥য় গুহ নিয়োগী। বক্তব্য রাখেন কৃষিবিদ শাইখ সিরাজ, পারভীন মাহমুদ, ড. মো আবদুল মুয়ীদ, জুলিয়ান হেনরি ফ্রান্সিস, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, মো. লিয়াকত আলী, তপন কুমার কর্মকার প্রমুখ। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জসমূহের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মানুষের জীবন ও জীবিকা, খাদ্য, পানি, সম্পদ, বসতি, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তাহীনতার সৃষ্টি করছে। তবে বাংলাদেশের কৃষিতে লাগসই বা যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। সেমিনারে জলবায়ু পরিবর্তনে আরডিআরএসর অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় তুলে ধরা হয়। ড. আতিউর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের অভিযোজন ক্ষমতা বিস্ময়কর। আমাদের সচেতনতা বেড়েছে। এতে করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যহারে কমে আসছে।

মূল প্রতিবেদনে ড. মৃণ¥য় গুহ নিয়োগী বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ সপ্তম। এর প্রভাবে আমাদের পরিবেশগত অবনতি ঘটছে, অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ তৈরি হচ্ছে। বছর বছর বাড়ছে জলবায়ু উদ্বাস্তু, ভূমির লবণাক্ততা, কমছে কৃষি জমি।

কৃষিবিদ শাইখ সিরাজ বলেন, আমাদের কৃষি খাতকে আধুনিকায়ন করা সম্ভব হয়েছে, লাগসই প্রযুক্তি ব্যবহারের কারণে। জলবায়ু পরিবর্তনের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিশ্চিত হয়েছে দেশের খাদ্য নিরাপত্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর