রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খুবিতে টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি শীর্ষক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জৈবপ্রযুক্তি বিষয়ক শিক্ষায় বিশেষজ্ঞ মতামত ও গবেষণা তথ্য উপস্থাপন এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে কানাডা, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, সুইডেন এবং ভারতের গবেষকরা অংশগ্রহণ করছেন। ১৭৫ জন শিক্ষক, গবেষক, বিজ্ঞানী বিভিন্ন সেশনে তাদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করবেন। গতকাল এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। প্লেনারি স্পিকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজিই ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জেল ইসলাম। বক্তৃতা করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও ড. মো. মুরছালিন বিল্লাহ।

সম্মেলনটি ছয়টি সায়েন্টিফিক সেশনে সম্পন্ন হবে। প্রতিটি সেশনে দেশি-বিদেশি শিক্ষক গবেষক ও বিজ্ঞানীরা তাদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর