রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

উকিল সাত্তারের ছেলে তুষার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উকিল সাত্তারের ছেলে তুষার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য শনিবার ঢাকায় আবেদনপত্র জমা দিয়েছেন মাইনুল হাসান তুষার। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দেন।

তুষারের বাবা উকিল আবদুস সাত্তার ৩০ সেপ্টেম্বর মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়। উপনির্বাচন হবে ৫ নভেম্বর। উকিল ছিলেন স্বতন্ত্র এমপি। তার ছেলে মাইনুল হোসেন তুষার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হতে চাইছেন। তিনি বলেন, আমি এবং আমার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বাবাকে তিনি মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। আশা করি বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের সুযোগ দেবেন তিনি। সর্বশেষ শনিবার দুপুর পর্যন্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মোট ১৪ জন আবেদন ফরম সংগ্রহ করেছেন। আজ রবিবার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার কথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর