সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সূচক লেনদেনে দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৩৪টির এবং ১৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম অপরিবর্তিত থাকা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২১ কোটি ৮৩ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২০ আগস্টের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার।  কোম্পানিটির ১৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টির দাম বেড়েছে। দাম কমেছে ৮২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ১৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর