সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জনগণ অন্ধকারে ফিরে যেতে চায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

জনগণ অন্ধকারে ফিরে যেতে চায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে, এ দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। আলোকিত বাংলাদেশ দেখতে চায়। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অচল করতে চেষ্টা চালিয়েছেন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। গতকাল বিকালে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন দেখাক তাতে কিছুই হবে না। কারণ জনগণের শক্তিই আসল শক্তি।

মন্ত্রী আরও বলেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমরা আশা করি, বিশ্বাস করি। কে আসল কে গেল তা মুখ্য বিষয় নয়। এ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূর এ আলম মিনা, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নাজিমুল হাসান রাজীব ও মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর