সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

শ্যামাসুন্দরী খাল সংস্কার ও দখলমুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল সংস্কার ও দখলমুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ‘শ্যামাসুন্দরী খাল সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদের পথে অন্তরায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। শনিবার সন্ধ্যায় নগরীর রাজা রামমোহন রায় ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল ক্রমাগত দখল ও দূষণে এখন ময়লার স্তূপে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিনেও শ্যামাসুন্দরী খাল সংস্কার ও দখলমুক্ত করা এবং সৌন্দর্যবর্ধনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল খনন ও দখলমুক্ত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক আবদুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, বাংলাদেশ জাসদ মহানগর সভাপতি গৌতম রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অশোক সরকার, বাসদ জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সংগঠক অধ্যাপক চিনু কবীর, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমান, ডা. মাফিজুল ইসলাম মান্টু, রংপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, সিটি  প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর