শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকার কোরবান আলী হত্যা মামলার আমৃত্যু কারাদ প্রাপ্ত পলাতক আসামিকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম খোরশেদ আলম ইকবাল। শনিবার রাতে ফটিকছড়ি থানার জুনিঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ২০০৩ সালের ৩১ মে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে কোরবান আলীকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইকবাল। হত্যা মামলায় অভিযোগপত্র দিলে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইকবালের অনুপস্থিতিতে আমৃত্যু সশ্রম কারাদ  এবং ৩০ হাজার টাকা অর্থদ  অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ  প্রদান করেন। পরে সাজা পরোয়ানা মূলে  গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, খুনের পর গ্রেফতার এড়াতে ইকবাল ২০ বছর আত্মগোপনে ছিলেন। শনিবার জুনিঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করা হয়। তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর