বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এক সপ্তাহে রেকর্ড রোগী শনাক্ত

বাড়ছে মশা ও ডেঙ্গু ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

এক সপ্তাহে রেকর্ড রোগী শনাক্ত

খুলনায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটেছে। দিনে রাতে মশার অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে নগরবাসী। সিটি করপোরেশন সোয়া ৩ কোটি টাকার বাজেটে মশা নিধনে ওষুধ ও কালো তেল ছিটানো এবং ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করলেও মশা দমন করা যাচ্ছে না। এতে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গতকাল বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৫ জন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ১২৫ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ২৫৯ জনকে। জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৯ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিনজন। নগরীর শেখপাড়া হাজি ইসমাইল রোডের বাসিন্দা খায়রুজ্জামান খোকন জানান, গত সপ্তাহের টানা বৃষ্টির পর গত দু-তিন দিনে মশার উপদ্রব ভয়ানক বেড়েছে। বাসাবাড়িতে দিনের বেলায়ও মশারি খাটিয়ে রাখতে হচ্ছে।

সন্ধ্যার পর মশার উৎপাত আরও বাড়ে। আগে দিনের বেলা মশা দেখা না গেলেও এখন সব সময়ই মশার কামড়ে অতিষ্ঠ হতে হয়। কয়েল, ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও মশার কামড় থেকে নিজেদের রক্ষা করা যায় না।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, বিভিন্ন সড়ক-ড্রেনে কেসিসির নির্মাণকাজ চলছে। এর ফলে বিভিন্ন স্থানে ড্রেনের পানি চলাচল বাধাপ্রাপ্ত হওয়ায় বদ্ধপানিতে মশা বংশবিস্তার করছে। এ ছাড়া বাসাবাড়ির আশপাশে ঝোপঝাড়েও মশা বংশবিস্তার করে। এ ক্ষেত্রে কেসিসি কনজারভেন্সি শাখার তৎপরতা চোখে পড়ে না।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বিভিন্ন স্থানে খাল-ড্রেন বেদখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে জমে থাকা পানিতে মশার বংশ বৃদ্ধি ঘটছে। আবহাওয়া পরিবর্তনের সময় মশা একটু বৃদ্ধি পায়। তবে প্রতিনিয়ত মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। তিনি বলেন, বৃষ্টির পর সরেজমিনে গিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে কেসিসির কয়েকটি টিম মাঠে কাজ করছে।

তবে মশা নিধনে ছিটানো ওষুধের গুণগত মান যাচাই ও সংশ্লিষ্টদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিক নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর