শিরোনাম
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সেই পোপা মাছ বিক্রি হলো ৮ লাখ টাকায়

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনের আবদুল গণির জালে ধরা পড়া ১০টি কালো পোপা মাছ ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। সোমবার সন্ধ্যায় দ্বীপের মাছ ব্যবসায়ী নূর আহমদ এ মাছগুলো ৮ লাখ টাকায় কিনে নেন। এর আগে সোমবার সকালে সেন্টমার্টিন সাগরে আবদুল গণির জালে ১১৫ কেজি ওজনের ১০টি পোপা মাছ ধরা পড়ে। এবারের পোপা মাছগুলো আকারে ছোট হওয়ায় তিনি দাম হাঁকিয়েছিলেন ২০ লাখ টাকা। ২০১৮ সালে প্রথম আবদুল গণির জালে ধরা পড়া ৩৪ কেজি ওজনের কালো পোপা মাছটি বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়।

এ মাছ বিক্রি করে লাখপতি বনে যান তিনি। এরপর থেকে প্রতি বছর জেলে আবদুল গণির জালে ধরা পড়ে একাধিক বড় পোপা । এ মাছ বিক্রি করে তিনি বছরে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করেন। স্থানীয় বাসিন্দাদের কাছে পোপা মাছ একটি স্বাদবিহীন মাছ হিসেবে পরিচিত। তাই জেলেদের জালে পোপা মাছ ধরা পড়লে তারা অনেকটা হতাশ হয়ে ঘরে ফিরেন। তবে বড় কলো পোপা মাছ ধরা পড়লে জেলেদের খুশির শেষ থাকে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর