বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

প্রাণিরোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রাণিরোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সার্ক অঞ্চলে প্রাণিরোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে। এছাড়াও ওয়ান হেলথ বাস্তবায়নে সার্কভুক্ত দেশসমূহের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) চিফ ভেটেরিনারি অফিসার্স ফোরামের অষ্টম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সার্ক চিফ ভেটেরিনারি অফিসার্স ফোরামের বর্তমান সভাপতি ডা. খালিদ আশফাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। স্বাগত বক্তব্য রাখেন সার্ক সচিবালয়ের পরিচালক জামাল উদ্দিন আহমেদ। এ সময় সার্কভুক্ত দেশসমূহের চিফ ভেটেরিনারি অফিসারগণ, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, সার্ক কৃষি কেন্দ্র ও সার্ক সচিবালয়ের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর