বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জোড়া লাগানো যমজ শিশুর উন্নত চিকিৎসা করাতে পারছেন না স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেলে বুক-পেট জোড়া লাগানো যমজ কন্যাশিশু প্রসব করেছেন এক মা। শনিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার দুই শিশুর জন্ম দেন। জন্মের পর দুই শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা সংকটাপন্ন ওই দুই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সুপারিশ করেন। কিন্তু অর্থের অভাবে নিয়ে যেতে পারছেন না অভিভাবকরা। নবজাতকের নানা লাবলু মিয়া জানান, তার মেয়েজামাই আরিফুল ইসলাম রাজমিস্ত্রি। ২ অক্টোবর রংপুর মেডিকেলে লাবণীকে ভর্তি করা হলে শনিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়।  চিকিৎসক নবজাতকদের ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর