শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চেষ্টার পরও ডেঙ্গুতে মৃত্যু বেদনাদায়ক

স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চেষ্টার পরও ডেঙ্গুতে মৃত্যু বেদনাদায়ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরের প্রথম থেকেই মন্ত্রণালয়ের প্রস্তুতি ও উদ্যোগে কোনো ঘাটতি ছিল না। আমাদের সব চেষ্টার পরও এ বছর ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।’ গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ : তথ্য শেয়ারিং সেশন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ইফাত মাহমুদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী ও যুগ্মসচিব ফারজানা মান্নান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর মশাবাহিত বিভিন্ন রোগে (ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া) বিশ্বে ৭ লাখ মানুষ মারা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের মতো দেশের জন্য মশাবাহিত রোগ মোকাবিলা করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যদিও ১৯৬৪ সালে প্রথম ডেঙ্গু রোগ বাংলাদেশে আসে বলে তথ্যে জানানো হয়েছে, কিন্তু এ রোগের ব্যাপকতা ২০১৯ সালে প্রথম আমরা দেখতে পাই। অত্যন্ত দুঃখজনক হচ্ছে, এ বছর আক্রান্ত ও মৃত্যুর হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর