শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতির বেড়াজালে নির্বাচন আটকানো যাবে না

সম্মিলিত জাতীয় জোট

নিজস্ব প্রতিবেদক

৫৮-দলীয় সম্মিলিত জাতীয় জোটের নেতারা বলেছেন, ভিসানীতির বেড়াজালে আসন্ন নির্বাচন আটকানো যাবে না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে। গতকাল পল্টনের জোটের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সভায় এ কথা বলেন তারা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোটের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনে ভোট করবে। তিনি বলেন, শাসনব্যবস্থা ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখন জনগণের ভাগ্য উন্নয়নে একমাত্র ভরসা ও আস্থার ঠিকানা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, মাওলানা শরীফ হাজারী, মো. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা ফিরোজ মল্লিক, দেলোয়ার মাওলানা আজহারউদ্দীন, ডা. হাবিবুর রহমান, মো. আজমাইন, মো. মুনসুর রহমান, পাশা মো. ইসমাঈল হোসেন, বুলবুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর