শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চুরির পর ১০ মিনিটে চেসিস নম্বর বদলে বিক্রি করত বাইক

কুমিল্লা প্রতিনিধি

এক থেকে দুই মিনিটের মধ্যে তালা ভেঙে একটি মোটরবাইক চুরি করত। সেটি গ্যারেজে নিয়ে ১০ মিনিটের মধ্যে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করত করত। পরিবর্তন করত রংও। তারপর ক্রেতার কাছে সেকেন্ডহ্যান্ড বলে বিক্রি করে দিত চোরাই মোটরবাইকটি। কখনো মোটরবাইকের যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করা হতো। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ। মোটরবাইক চুরি মামলার সূত্র ধরে অভিযান চালানো হয়। সেখান থেকে সাতটি মোটরবাইকসহ দুজনকে গ্রেফতার করে। টের পেয়ে দুই চোর পালিয়ে যায়। গ্রেফতাররা হলেন চৌদ্দগ্রাম উপজেলার কুলাসার গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩২) ও বিষ্ণপুর গ্রামের মো. ফরহাদ হোসাইন (২৬)।

পলাতক রয়েছেন বিষ্ণপুর গ্রামের মো. সোহেল (৩০) ও ঝিকড্ডা গ্রামের শাহ আলম (৩২)। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৯ অক্টোবর চৌদ্দগ্রাম থানায় মোটরবাইক চুরির একটি অভিযোগ পেয়ে ফেনীর সীমান্তবর্তী লাটিমি রাস্তার মাথা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে ১০ অক্টোবর রাতে চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা গ্রামের শাহ আলমের গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় সাদ্দাম ও ফরহাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক চুরি করে গ্যারেজে রাখতেন। সেখান থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করতেন। যারা পালিয়েছেন তাদের গ্রেফতার করতে পারলে আরও অনেক চোরাই মোটরবাইক উদ্ধার হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নাজমুল হাসান, চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা তন্ময়।

সর্বশেষ খবর