বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পুড়েছে পাঁচটি ফ্লোর, ছিল না কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা

উত্তরায় আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১৬ তলা ভবন সাইদ গ্র্যান্ড সেন্টারের পাঁচটি ফ্লোরে ভয়াবহ অগ্নিকা  ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে বহুতল ভবনটির পাঁচটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে তিনটি ফ্লোর। সেখানে কিছুই অবশিষ্ট পাওয়া যায়নি। আর দুটি ফ্লোর আংশিক পুড়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুজন সদস্য। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে সংস্থাটি বলছে, বহুতল বাণিজ্যিক ভবন হলেও এটিতে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে ডায়াগনস্টিক সেন্টার, বায়িং হাউস, বিভিন্ন অফিস, কম্পিউটারের ইউপিএসসহ বিভিন্ন এক্সেসরিজের দোকান ছিল। ভবনটিতে অগ্নিনির্বাপণে তেমন কোনো ব্যবস্থা না থাকায় এর আগে একাধিকবার নোটিস দেওয়া হয়। তবে তারা কোনো কর্ণপাত করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদ গ্র্যান্ড সেন্টারের সপ্তম, অষ্টম ও নবম তলায় ভেতরের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়াও দশম ও ১১তম তলার অর্ধেক অংশ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের কেউ কেউ বলছেন, ভবনে অষ্টম তলায় থাকা রেস্তোরাঁ ক্যাফে রিও থেকে আগুনের সূত্রপাত হয়।

আবার কেউ কেউ বলছেন, ভবনের সাত তলার এলিট পেইন্টের অফিস থেকে আগুনের সূত্রপাত।

 আবার ভবনের পূর্ব পাশে সাত তলার বাইরে আউটার সাইনবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবিও করা হয়েছে।

সর্বশেষ খবর