শিরোনাম
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিকারে চাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র : শান্তি পরিষদ

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি আগ্রাসনের প্রতিকারে চাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র : শান্তি পরিষদ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গতকাল রাজধানীতে বাংলাদেশ শান্তি পরিষদের মিছিল -বাংলাদেশ প্রতিদিন

‘ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের প্রতিকারে একমাত্র উপায় হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা।’ গতকাল বিকালে রাজধানীতে বাংলাদেশ শান্তি পরিষদের প্রতিবাদ সমাবেশে একথা বলেছেন সংগঠনটির নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, শান্তি পরিষদ সম্পাদকম লীর সদস্য অধ্যাপক এম এম আকাশ, শওকত হোসেন ও ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন মোস্তফা আলমগীর রতন ও আশরাফুল হক ঝন্টু। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে দখলদার বর্বর ইসরায়েলের নির্বিচার হত্যাকা চালানোর বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানান। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে অবিরাম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানানোর জন্য জাতিসংঘের কাছে জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর