শিরোনাম
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও দোষারোপ করা হচ্ছে ফিলিস্তিনকে

বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও ফিলিস্তিনকে দোষারোপ করা হচ্ছে। অথচ ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজায়। গতকাল বিকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলিরা এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও আন্তর্জাতিক মিডিয়াগুলোয় নারীধর্ষণ, শিশুহত্যাসহ নানা বিষয়ে ফিলিস্তিনকে দোষারোপ করে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইসরায়েলিদের হামলায় গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে এবং নানা সংকট তৈরি হয়েছে। গাজায় গ্যাস, পানি, বিদ্যুৎ ও ওষুধ সংকট রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর