শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মরণকামড় দিয়ে রাজপথে থাকব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) সব দ্বন্দ্ব-কোন্দল ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, কে কার লোক, কে কার সঙ্গে আছে, কার সঙ্গে কার দ্বন্দ্ব, কার সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা, অতীতে আমাকে কে কি বলেছে, আমি কাকে কি বলেছি,  কার লোক বেশি কার লোক কম, মনোনয়ন দরকার, ল্যাং মারতে হবে, কাউকে পিছে ফেলে আমি এগিয়ে যাব- এগুলোর সময় এখন না। মিটিংয়ে আমার লোক বেশি হবে আপনার কম। আবার আমার কম আপনার বেশি এসব নিয়েও না। সময় এখন একটি স্লোগানের- ‘দেশ বাঁচাতে দরকার শেখ হাসিনা সরকার।’ তাই আওয়ামী লীগের ডাকা যে কোনো কর্মসূচিতে আমরা সবাই এক। দেশের স্বার্থে শেখ হাসিনার সরকারকে এগিয়ে রাখতে আমরা মরণকামড় দিয়ে রাজপথ আগলে রাখব।

শামীম ওসমান গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে শিল্পকলা একাডেমিতে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান  অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবদুল কাদির। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাছান নীপু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর