শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশ›স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল)-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্য গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আইএসপিআর জানায়, নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’-এর আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ এই নৌসদস্যরা যোগ দেবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। এর আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বানৌজা ঈসা খাঁয় লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর