শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশ রক্ষা করা যাবে না : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিদ্যমান সংঘাত থেকে দেশ রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল বাদ জুমা রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন- উন্নয়ন করে দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। পীর চরমোনাই বলেন, এত উন্নয়ন করার পরও কেন আত্মবিশ্বাস হয়নি যে, জনগণ ভোট দেবে, তাহলে কিসের উন্নয়ন করলেন? তিনি বলেন, বিদেশে বেগমপাড়া কারা বানিয়েছে? ১৫ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত কারা করেছে, কিসের উন্নয়ন করলেন? ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে তাণ্ডব চালিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ। ১৭৪ দিন হরতাল-অবরোধ করে দেশকে পঙ্গু করে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। এখন তত্ত্বাবধায়ক চিনেন না? সমাবেশে ২০ অক্টোবর ঢাকায় ছাত্র-যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সভাপতি মাওলানা নেছার উদ্দিন, আবদুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর