রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যারা মানবাধিকারের কথা বলে তারাই প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে

তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যারা মানবাধিকারের কথা বলে তারাই প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আজকে যারা মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলেন তারা যখন ক্ষমতায় ছিলেন তখন শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এবং আজকের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এটাই কি ছিল তাদের গণতন্ত্র এবং মানবাধিকার?’ গতকাল দুপুরে চট্টগ্রামের সিনিয়রস ক্লাবে প্রফেসর অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের ‘বিশ্বের মানবাধিকার পরিস্থিতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা প্রমুখ।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, সহসভাপতি সেকান্দর চৌধুরী, মহানগর পিপি আবদুর রশিদ, লেখকের সন্তান শিক্ষানুরাগী খালেদ মাহমুদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর