রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফ্লোরিডায় আওয়ামী লীগের সভায় অপতথ্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের বয়েন্টন বিচে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের এক সভায় বাংলাদেশ নিয়ে যারা অপ-তথ্য প্রচার করছে, তাদের ব্যাপারে সোচ্চার অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ অক্টোবর অনুষ্ঠিত ওই সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন মার্কিন রাজনীতিকদের কাছে নিজেদের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে নানা অসত্য তথ্য সরবরাহ করছে। এ ধরনের অপপ্রচারণার মধ্য দিয়ে বাইডেন প্রশাসন তথা কংগ্রেসকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে কংগ্রেসম্যান-সিনেটরদের সঠিক তথ্য জানাতে প্রতিটি দেশপ্রেমিক প্রবাসীকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা চায় বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে, সে লক্ষ্যেই তারা শেখ হাসিনা সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইছে না।

কিন্তু এদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে গৌরবের পথে এগিয়ে নিতে হবে।

সভায় অন্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সহ-সভাপতি সালমা রহমান মিনু, নাফিজ আহমেদ জুয়েল, এম রহমান জহির এবং লিটন খান, সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর