রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রথম ধাপের কাজ উদ্বোধনের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশে করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। গতকাল প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গোটা তিস্তা অববাহিকার পরিবেশ ও পরিস্থিতি উদ্বেগজনক। উজানে তিস্তার ওপর অপরিকল্পিতভাবে জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ ও খাল কেটে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। এ ছাড়া সিকিমের পাহাড়ের চূড়ায় জমাট বরফ বায়ুম লের উষ্ণতার কারণে দ্রুত গলে যাচ্ছে। আগামীতে তিস্তার উজানের সঙ্গে ভাটিতেও এ ধরনের দুর্যোগ নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধন সমাবেশে প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করার লক্ষ্যে একনেক সভায় অর্থ বরাদ্দ ও উদ্বোধনের দাবি জানান বক্তারা।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্টাডিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, মনোয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেনসহ অন্যরা।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, বৈশ্বিক মন্দার কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ধাপে ধাপে করার প্রস্তাব করছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর