রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রায় আধঘণ্টা ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুরো বালুচর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু বলেন, দলের নেতা-কর্মীদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। তবে নাজমুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, বালুচর এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর