সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য বিষয়ে বিএনপি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য বিষয়ে বিএনপি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন বিএনপি স্বাস্থ্য বিষয় নিয়ে অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে। মানুষকে ভালোবাসলে স্বাস্থ্য বিষয় নিয়ে কেউ কখনো বিভ্রান্তিমূলক কথা বলে না। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়  মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তিনি বলেন- দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে আপনারা ভোটের মাধ্যমে আবারও সেই সুযোগ করে দেবেন।

মন্ত্রী বলেন, স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতাল, ক্লিনিক এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেও এই টিকা দেওয়া যাবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কার্যক্রম এক মাস চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর