সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু : রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও উন্নয়নের অংশীদার হিসেবে থাকবে। জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। গতকাল বগুড়া শহরের সুজাবাদ টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেডের আয়োজনে জাপানি ভাষা ও কেয়ারগিভার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নর্দান রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, ঢাকার জাপান রাষ্ট্রদূতের ফাস্ট সেক্রেটারি তাবেই ইয়াসুসি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর