সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে জোড়া খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জোড়া খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আরও দুই আসামির যাবজ্জীবন দন্ডাদেশ হয়েছে। গতকাল দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার ভিন্ন ধারায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ততের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি জুবায়ের বখত।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নয়াগাঁও চারমাইল এলাকার মানিক মিয়ার ছেলে শিপন আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ কসবা এলাকার মৃত শমসির মিয়ার ছেলে দুলাল মিয়া, মহানগরীর কাজলশাহ এলাকার রমিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের কানিশাইল এলাকার মাসুক মিয়ার ছেলে নজরুল ইসলাম ও গোলাপগঞ্জের পূর্ব ফুলসাইন্দ বারজানটিলার শফিক উদ্দিনের ছেলে শাকিল আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় সিলেট মহানগরের খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকার বনফুল ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার পথে রাজু আহমদ (১৯), এস এম তাপু মিয়া (৩৫) ও রাসেল আহমদকে (২৩) আসামিরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় রাজুর বড় ভাই চাঁদপুর জেলার হাজীগঞ্জের হারুনুর রশিদের ছেলে মাসুদ পারভেজ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর