মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারে আবার ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। তবে দুই বাজারেই দাম বাড়ার থেকে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা  কোম্পানি আছে মাত্র ৫টি। বিপরীতে ৪২টি বিমা  কোম্পানির শেয়ার দাম কমেছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭০ লাখ টাকা। টাকার পরিমাণের সব থেকে বেশি লেনদেন হয়েছে  জেমিনি সি ফুডের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩ পয়েন্ট। বাজারটিতে  লেনদেনে অংশ নেওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ৭৯ লাখ টাকা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর