বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ

পরিবারসহ ওমরাহ পালনে গেলেন বিজয়ীরা

নিজস্ব প্রতিবেদক

পরিবারসহ ওমরাহ পালনে গেলেন বিজয়ীরা

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিবারসহ পবিত্র ওমরাহ হজ পালনে গেলেন ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ বিজয়ীরা। গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশে ছেড়ে যায় তাদের বহনকারী প্লেনটি। এ সময় আটজন বিজয়ীর সঙ্গে ছিলেন তাদের পরিবারের আরও ১৭ জন সদস্য। দেশসেরা শিশু হাফেজদের পরিবার ছাড়াও গতকাল ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন সামর্থ্যহীন আরও ১০ জন। তাদের এ সুযোগ করে দিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা, বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সম্প্রতি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আয়োজন করে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা আটজন কুরআনের পাখিকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তাদের বাবা-মাসহ পরিবারের সদস্যদের পবিত্র ওমরাহ পালন করানোর ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল পরিবারসহ ওমরাহ পালনে গেলেন কুরআনের নূর প্রতিযোগিতার বিজয়ীরা। এর আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ৩০০ সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরাহ হজ করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। বেশ কয়েকটা কাফেলা ইতোমধ্যে ওমরাহ হজ পালন করে ফিরেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল আরও ১০ জন ওমরাহ হজের উদ্দেশ্য নিয়ে যাত্রা করেন। গতকাল সকালে বিমানবন্দরে ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ বিজয়ীদের পরিবারের এক সদস্য বলেন, সন্তানের সফলতায় আজ নবীর দেশে যাওয়ার সুযোগ পেয়েছি, ওমরাহ হজ পালনের সুযোগ পেয়েছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? মৃত্যুর আগে একবার হলেও পবিত্র কাবাঘর দর্শন করার ইচ্ছা ছিল। আজ বসুন্ধরা গ্রুপ ও সন্তানের অসিলায় মহান আল্লাহ সেই আশা পূরণ করলেন। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি ও বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আগামীতে কুরআনের নূর আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। আরও অনেক হাফেজ অংশ নেবে। তাদের পরিবারেরও মনের আশা পূরণ হবে।

কুরআনের নূর প্রতিযোগিতার বিজয়ী, তাদের পরিবারের সদস্য ও অন্যদের গতকাল সকালে বিমানবন্দরে বিদায় জানাতে আসেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক ও বসুন্ধরা গ্রুপের ওমরাহবিষয়ক কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়া। তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়েলিটি শো ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ আয়োজনের ঘোষণা দেয়। সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজারো মাদরাসা থেকে এ প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১৫ বছরের কম বয়সী ১০ হাজারের বেশি হাফেজ। ১০০ দিনের মহা আয়োজনের চূড়ান্ত ধাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আটজন হাফেজ। বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ, বিশেষ সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়। পরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিজয়ীদের প্রতিযোগিতার পুরস্কারের পাশাপাশি তাদের বাবা-মাসহ পরিবারের সদস্যদের পবিত্র ওমরাহ পালন করানোর ঘোষণা দেন। সেই অনুযায়ী ২৫ জন ওমরাহ হজ পালনের উদ্দেশে রওনা হলেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর ৩০০ সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরাহ হজ করানোর ইচ্ছা পোষণ করেছিলেন। তাদের মধ্য থেকে গতকাল ১০ জন ওমরাহ হজ পালনের উদ্দেশে যাত্রা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর