বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বরিশালে ‘হার্ট ফেইলিউর ম্যানেজমেন্ট কন্ট্রোল’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. এম সালেহ্ উদ্দিন রচিত হৃদরোগের আধুনিক চিকিৎসাব্যবস্থার ‘হার্ট ফেইলিউর ম্যানেজমেন্ট কন্ট্রোল’ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার বলেন, এরকম প্রকাশনা হার্টের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের অনেক উপকারে আসবে। বিশেষ অতিথি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, বইটির রচয়িতা ডা. এম সালেহ্ উদ্দিন বইটিতে যে গাইডলাইন দিয়েছেন এতে হার্টের চিকিৎসায় চিকিৎসকদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করবে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সারাফাত নূরুল ইসলামের সভাপতিত্ব করেন। বইয়ের রচয়িতা ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. এম সালেহ্ উদ্দিন বলেন, হৃদরোগে আমাদের দেশে অনেক রোগী মারা যায়। আধুনিক চিকিৎসাব্যবস্থায় তাদের সঠিক চিকিৎসা সম্ভব। এই বইটিতে ‘হার্ট ফেইলিউর ম্যানেজমেন্ট কন্ট্রোল’ বিষয়ক গাইডলাইন দেওয়া আছে। নবীন চিকিৎসকরা এই গাইডলাইন অনুসরণ করলে তাদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর