বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কেএমপি সদর দফতরে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেএমপি সদর দফতরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। গতকাল পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বঙ্গবন্ধুর পারিবারিক ও রাজনৈতিক জীবনের তাৎপর্যময় নানা আলোকচিত্র জায়গা পেয়েছে। বুক শেলফগুলোয় শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। রয়েছে মুজিব পিডিয়া, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বহস্তে লেখা জাতির পিতার আবেগঘন চিঠি, অসংখ্য বই ও ছবির সমন্বয়ে সাজানো হয়েছে কেএমপির বঙ্গবন্ধু কর্নার। পুলিশ কমিশনার বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য কেএমপি সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। সবার জন্য এ কর্নারটি উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর